পরিচিতিঃ রাজবাড়ী জেলা পাংশা উপজেলার হয়ে রাজবাড়ী হইতে কুষ্টিয়া মহাসড়কের পাশ একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো বাবুপাড়া। কালের বিবর্তনে আজ বাবুপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আরো সমুজ্জ্বল। পাংশা উপজেলার প্রায় ৭/৮ কিঃমিঃ পশ্চিমে অবস্থিত বাবুপাড়া ইউনিয়ন পরিষদ ভবন। যার পূর্বে রয়েছে পাংশা প্রেপার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং বাবুপাড়া কবরস্থান সংলগ্ন খেলার মাঠ। পশ্চিমে রয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ মাঠ। উত্তরে রয়েছে ছায়ানিবিড় সবুজের সমারহে ঘেরা নানা রকমের মাছে ভরা সুবিশাল দীঘি। আর দক্ষিনে মাথা উচু করে দাড়িয়ে রয়েছে বাবুপাড়া স্বাস্থ্যসেবা হাসপাতাল। যেখান থেকে প্রতিদিন স্বাস্থ্য সেবা নিচ্ছে অসংখ্য মানুষ।
এক নজরে ইউনিয়নঃ
# ইউনিয়নের নাম - ৪নং বাবুপাড়া ইউনিয়ন পরিষদ।
# ইউনিয়নের আয়তন – ১৭.৭৪ বর্গ কিঃ মিঃ
# মোট গ্রাম সংখ্যা - ১০ টি।
# মোট মৌজার সংখ্যা - ১৫ টি।
# মোট জনসংখ্যা – ২৩,১৯০ জন। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
# মোট ভোটার সংখ্যা - ১২,২০৮ জন।
# হাট বাজারের সংখ্যা - ০৫ টি।
# শিক্ষা প্রতিষ্ঠান - ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১০ টি।
খ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৬ টি।
গ) বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় - ০৩ টি।
ঘ) উচ্চ বিদ্যালয় - ০২ টি।
ঙ) মাদ্রাসা - ০১ টি।
# শিক্ষার হার - ৭৫%
# পোস্ট অফিস - ০১ টি।
# মোট মসজিদের সংখ্যা - ৩৬ টি।
# মোট মন্দিরের সংখ্যা - ১০ টি।
# মোট ঈদগাহ এর সংখ্যা - ১৪ টি।
# মোট শ্বশ্মানের সংখ্যা - ০১ টি।
# কবর স্থান - ১১ টি।
# মোট এনজিও প্রতিষ্ঠান - ০০ টি।
# সড়ক - ক) পাকা ৩০ কিঃ মিঃ খ) এইচ.বি.বি ০১ কিঃ মিঃ গ) কাচা ২০ কিঃ মিঃ
# মোট নলকূপ - ক) গভীর ১০ টি। খ) অগভীর ১৫০ টি। গ) টিউবওয়েল ২,৫০৬ টি।
# খাল - ১০ টি।
# বিল - ০৩ টি।
# দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মো: ইমান আলী সরদার
# ইউপি স্থাপন কাল – ১৮/০২/১৯৯০ ইং।
# ইউনিয়ন পরিষদের জনবল – ক) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন। খ) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
গ) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস