ভৌরভবাবু ঐতিহ্যস্মৃতি: ১৫০ বছর বা শত শত বছর আগের কালের স্বাস্খী হয়ে বহু মহামানবের স্মৃতি ধরে রেখেছে দন্ডায়ামান এই পুরানো ভৌরভবাবু ঐতিহ্য যা এখন বাবুপাড়া নামে পরিচিতি। এবং তিনি ছিলেন সেই যুগে রাজা। আর তার নাম ছিল ভৌরভবাবু। এই ভৌরভবাবুর জন্য বাবুপাড়াকে বাবুপাড়া নামে পরিচিতি লাভ করে। এখনো তার স্মৃতিগুলো মধ্যে আছে একটি দালান কুঠিরঘর, একটি মন্দীর পুকুরঘাট ও একটি উপাসনা মন্দিরঘর। এবংতার রাজ প্রসাদে হাজার হাজার নর-নারী বসবাস করত,এবংতাকে স্নেহ করত। ভৌরভবাবুদের যুগে হিন্দু সম্প্রদায়ীকরা সেখানে বসবাস করত বর্তমানে এখন কোন হিন্দু বসবাস করেনা। বর্তমানে কয়েক জন মুসলমান বসবাস করে আসছে। বর্তমানে বহু দেশ-বিদেশ থেকে সেখানে এইস্মৃতিগুলো ও ঐতিহ্য দৃশ্য বা দর্শনীয়স্থান হিসাবে দেখতে আসে। তাই এলাকাবাসী এই স্থানকে বাবুপাড়া নামে পরিচিতি লাভ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস